জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না এনসিপি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।
‘জুলাই সনদে কোনো ছাড় নয়’ উল্লেখ করে তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি।
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চাই; সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এ কারণেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করব কি করব না— সে বিষয়গুলো বিবেচনাধীন রেখেছি।
1 মন্তব্যসমূহ
অসাধারণ রিপোর্ট তৈরি করছেন Dhaka Brief ধন্যবাদ, এগিয়ে যাবে আগামীর পথে, শুভকামনা।
উত্তরমুছুন