Header Ads Widget

Responsive Advertisement

১২ কেজি এলপি গ্যাসের দাম ২৯ টাকা কমে ১,২৪১ টাকা

 মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্থাটি নতুন দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।




ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারে দাম ২৯ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৪১ টাকা। গত মাসে যা ছিল ১ হাজার ২৭০ টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্থাটি নতুন দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি ইউনিট অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ