Header Ads Widget

Responsive Advertisement

সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় নিহত সাত সেনা সদস্য

 



পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনা নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আক্রমণ চালায়। হামলার সময় আরও ১৩ সেনা আহত হন।

হামলার ঘটনাটি ঘটে পাক-আফগান সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। আফগান সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে, যা শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় শেষ হওয়ার কথা ছিল।

হামলার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের নির্দেশে তালেবান সরকার পাকিস্তানে হামলা চালিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারত সফরে ছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটে।

এর আগে গতকাল বৃহস্পতিবার পাক-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন তালেবান সরকারের কোর্টে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ