Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

 এ বছর অস্কারে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত করা হয়। অন্য চলচ্চিত্রগুলো ছিল ‘সাবা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’।


‘বাড়ির নাম শাহানা’ সিনেমায় দীপা চরিত্রে আনান সিদ্দিকা। ছবি : সংগৃহীত


৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নির্মাতা লীসা গাজীর প্রথম চলচ্চিত্র 'বাড়ির নাম শাহানা'। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি।

লীসা গাজীর ২০১১ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের পটভূমি ১৯৯০-এর দশকের গ্রামীণ বাংলাদেশ। সিনেমায় দীপা নামের এক তরুণীর গল্প বলা হয়েছে, যাকে ইংল্যান্ডে বসবাসকারী এক বিপত্নীকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার হয়ে বিবাহবিচ্ছেদের পর দীপা দেশে ফিরে আসে এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে লড়াই শুরু করে। প্রতিকূলতার মধ্য দিয়ে দীপার আত্মনির্ভরশীল হয়ে ওঠার যাত্রাই সিনেমাটির মূল উপজীব্য।

কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই ছবিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এছাড়াও অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেতা লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নি, মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধি, আমিরুল হক চৌধুরী, নায়লা আজাদ, আরিফ ইসলাম, নাইমুর রহমান আপন এবং জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক বাংলাদেশি শিল্পী।

২০২৩ সালে মুম্বাইয়ের মামি ফিল্ম ফেস্টিভ্যালে 'বাড়ির নাম শাহানা'র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এবং সেখানে এটি ফিল্ম ক্রিটিকস গিল্ড জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড অর্জন করে। এরপর থেকে চলচ্চিত্রটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।

এ বছর অস্কারে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে 'বাড়ির নাম শাহানা'কে চূড়ান্ত করা হয়। অন্য চলচ্চিত্রগুলো ছিল 'সাবা', 'নকশিকাঁথার জমিন', 'প্রিয় মালতী' ও 'ময়না'। ২৪ ও ২৫ সেপ্টেম্বর চলচ্চিত্রগুলো যাচাই-বাছাই শেষে অস্কার কমিটি 'বাড়ির নাম শাহানা'কে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে।

বাংলাদেশ বিভিন্ন সময়ে অস্কারে চলচ্চিত্র জমা দিলেও এখন পর্যন্ত সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পায়নি।

অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত সিনেমার সংক্ষিপ্ত তালিকা এ বছরের ১৬ ডিসেম্বর ঘোষণা করা হবে এবং চূড়ান্ত পাঁচ মনোনীত সিনেমার নাম ঘোষণা করা হবে ২২ জানুয়ারি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ