Header Ads Widget

Responsive Advertisement

খুলনায় ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি

 



খুলনা নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় বাড়ির ভেতরে ঢুকে সো‌হেল (২৮) না‌মে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। আহত সোহেল মোড়লগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে।

স্থানীয়রা জানান, সোহেল দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত এসে বাড়িতে ঢুকে ঘরে থাকা যুবকের মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ করে গুলি করেছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

খুলনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘সোহেলে চোখের ওপর কপালে গুলি লেগেছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হামলা হতে পারে। পুলিশ ঘটনা তদন্ত করছে।’

উল্লেখ্য, এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ